• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২৩:৩১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২৩:৩১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

উন্মোচিত হলো সোনালী আঁশের আলেখ্য

নিজস্ব প্রতিবেদক: উন্মোচিত হলো পাটবিষয়ক প্রথম ম্যাগাজিন ‘সোনালী আঁশের আলেখ্য ২০২৪’। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন ম্যাগাজিনটির প্রচ্ছদ উন্মোচন করেন।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রচ্ছদটি উন্মোচন করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট সচিব আ. রউফ, জেডিপিসির নির্বাহীর পরিচালক জিনাত আরা, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন ও এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের ফাউন্ডার এম শাফাক হুসেইন, পিএসও’র ফাউন্ডার মো. সোলায়মান আহমেদ জীসান, এসএস গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আমান উল্লাহ্ এবং আইটি বিটস’র সিইও এরিকা আফরিন বুশরা।এই উদ্যোগের সাপোর্ট পার্টনার হিসেবে যুক্ত ছিলো সিএসডি একাডেমি, পাবলিক স্পিকিং অফিসিয়াল, আইটি বিটস্ ও ইভেন্ট এক্সপ্রেস।সোনালী আঁশের আলেখ্য ম্যাগাজিনটি পাট ও বস্ত্র মন্ত্রণালয়, জেডিপিসি ও এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ।