চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি এক জেলেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনেছে।গত ১৭ মার্চ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীনস্থ রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৯-এস এর নিকট দিয়ে বাংলাদেশি জেলে মো. আলমগীর শেখ (২৭) মাছ ধরতে গিয়ে পদ্মা নদীর ভেতর দিয়ে ভুলবশত আনুমানিক ৭০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।ঘটনার পরপরই চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান, পিএসসি বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে আলোচনা করেন। অধিনায়ক এর নির্দেশনায় ওয়াহেদপুর কোম্পানি কমান্ডার মোবাইল যোগাযোগের মাধ্যমে নিমতিতা বিএসএফ ক্যাম্প কমান্ডারের সঙ্গে আলোচনা করে আটককৃত জেলেকে ফেরত দেওয়ার অনুরোধ জানান।এরপর ১৮ মার্চ সকাল ১১টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১০/৪-এস এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি জেলেকে নৌকা ও জালসহ ফেরত আনা হয়। পরে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান, পিএসসি বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা সবসময় সচেষ্ট থাকবো।বিজিবির এ সফল অভিযানে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাহিনীর দক্ষতা ও দায়িত্বশীলতার আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো।