• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩১ রাত ১২:০৭:০০ (14-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩১ রাত ১২:০৭:০০ (14-Apr-2025)
  • - ৩৩° সে:

ইনভেস্টমেন্ট সামিটে জামায়াতের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এ  অংশগ্রহণকারী বিদেশী ও দেশি বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এক বৈঠকে মিলিত হন। ৯ এপ্রিল বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।জামায়াতের এ প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইন্ডাস্ট্রিজ ও বিজনেস বিভাগের সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম রাজু, সেক্রেটারি ড. আনোয়ারুল আজিম ও সদস্য মোঃ মাসুদ কবির।বৈঠকে তারা পারস্পরিক কুশলবিনিময়ের পরে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের পরিবেশসহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা ও মতবিনিময় করেন। এদিন চায়না, বৃটেন, কানাডা ও নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সাথে আলাপ করেন এবং বিভিন্ন উদ্বেগের কথা জানান।এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।তিনি বলেন, বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশী বিনিয়োগকারীদের আস্থায় আনতে পারলে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলে সবার ত্যাগ এবং স্বপ্ন সার্থক হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গুড গর্ভনেন্স, সততা, নিষ্ঠা এবং তরুণ উগ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে অর্থনীতি ও ব্যবসায়িক নীতি প্রণয়ন করে সর্বাত্বক সহযোগিতা করা হবে। দেশের জনগণ যদি আগামীতে ভোটের মাধ্যমে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, তাহলে আমরা দুর্নীতি ও বৈষম্যমুক্ত বিনিয়োগ বান্ধব একটি অর্থনীতি দেশকে উপহার দেব ইনশাআল্লাহ।জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে। প্রকৃতি, বন্দর, নদী ও বন্দর ব্যবহারের সুযোগ রয়েছে। এ সময় বিনিয়োগকারীরা বলেছেন, এগুলোর আধুনিকায়ন করা হলে এবং সময়ক্ষেপনহীনতায় পৌঁছাতে পারলে বাংলাদেশে বিনিয়োগের বিপ্লব ঘটানো সম্ভব।বিদেশী বিনিয়োগকারীদের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠানোগত উন্নয়ন, টেক্সটাইল, কৃষিজ, কেমিক্যাল, শিক্ষা ও মেডিকেল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে। চায়না চেম্বার অব কমার্সের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্টল পরিদর্শন করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে  বিনিয়োগকারীদের বাংলাদেশের ঐহিত্যবাহী নকশিকাঁথাসহ অন্যান্য সামগ্রী উপহার দেওয়া হয়।বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ অংশগ্রহণ করায় বিডা-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় জামায়াতে ইসলামীর প্রকাশিত অসাধারণ একটি বই অংশগ্রহণকারী অন্যান্য প্রতিনিধিদের মাঝে বিতরণ করেছেন, যাতে জামায়াতে ইসলামী ও দেশের সার্বিক সংক্ষিপ্ত পরিচিতি বিশ্ববাসীর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। যা দেশের অন্য কোন রাজনৈতিক দল এমনকি বিএনপিও পারেনি।জামায়াতে ইসলামী এখন অনেক স্মার্ট ও সময়োপোযোগী চিন্তা ও পরিকল্পনায় নিদৃষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।