রাঙ্গুনিয়ায় ‘সমাজ পরিবর্তনে ইসলামী রাজনীতির ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘সমাজ পরিবর্তনে ইসলামী রাজনীতির ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ জানুয়ারি শনিবার সকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার উদ্যোগে মরিয়মনগর রাহাতিয়া দরবারে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠনের সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট নেতা মুহাম্মদ করিম উদ্দিন হাছান। প্রধান প্রশিক্ষক ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম সোলাইমান ফরিদ ও অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী।প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন- রাহাতিয়া দরবারের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী। উদ্বোধক ছিলেন পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি হাফেজ আবদুর রহমান জামী। এ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।