খুলনার ময়ূর নদী বাঁচাতে পরিবেশ আন্দোলনের সংবাদ সম্মেলন
খুলনা ব্যুরো: খুলনার ময়ূর নদী বাঁচাতে এবং হাতিয়াড়া নদীসহ সংযুক্ত খাল সমূহ খননের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা।২০ ফেব্রুয়ারি শনিবার সকালে গল্লামারি বাজার সংলগ্ন ময়ূর নদীর তীরে বাপার নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলন করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন খুলনা জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।সংবাদ সম্মেলনে বলা হয়, সমগ্র নদটি একটি সমন্বিত পরিকল্পনার আওতায় এনে আলুতলাস্থ ১০ গেট থেকে বিল ডাকাতিয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এ নদটি এবং এর সংযুক্ত খালসমূহ খনন করে উজান এবং ভাটিতে সমান প্রবাহ নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় এ প্রকল্পের কাজ শুধুমাত্র অর্থ অপচয় হবে বলেই ধারণা করা হচ্ছে।খুলনা মহানগরীসহ এ অঞ্চলের পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষায়, জলাবদ্ধতা নিরসন, কৃষিতে শেচ, মৎস্য চাষ, অবৈধ তখন উচ্ছেদ, দূষণ বন্ধ করে ময়ূর নদী খননে দাবি জানিয়েছেন বাপা।