• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:০০:০৭ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:০০:০৭ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

খুলনায় আন্তর্জাতিক নদী দিবস পালিত

খুলনা ব্যুরো: ‘নদী বাঁচলে পরিবেশ বাঁচতে, পরিবেশ বাঁচিয়ে দেশ ও মানুষ বাঁচবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২১ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপ) খুলনা শাখার আয়োজনে মার্চ টু ময়ূর রিভার কর্মসূচি পালন করা হয়। সকালে নগরীর গল্লামারি লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ করে গল্লামারী ময়ূর নদী তীরে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা ) খুলনা শাখার সমন্বয়কারী, অ্যাডভোকেট বাবুল হাওলাদারসহ বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, যে কোন মূল্যে নদীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। নদীর প্রকৃত নব্যতা ফিরিয়ে আনতে হবে।