চট্টগ্রামে গীতা স্কুলের উদ্বোধন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে দ্বিতীয় গীতা স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। রাউজান আগমন ক্লাব ৫নং ওয়ার্ড, কেয়কদাইর, ডাবুয়ায় উত্তর জেলা বৈদিক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক বাবু সুমন এতে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।১৭ এপ্রিল বুধবার বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি পলাশ সেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহ-যুগ্ম সাধারণ সম্পাদক রতন কান্তি দাশ। দ্বিতীয় গীতা স্কুলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম রাউজান উপজেলার প্রধান পৃষ্ঠপোষক বাবু দিপলু দে দিপু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক পিংকু ভট্টাচার্য।এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার উপদেষ্টা বাবু সজল চৌধুরী ও উপদেষ্টা পরিতোষ শীল, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, উত্তর জেলার বৈদিক পরিষদের সহ-সভাপতি উত্তম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রিটন মহাজন ও ধর্ম বিষয়ক সম্পাদক তপন বৈদ্য।গীতা স্কুল শুভ উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন আগমন ক্লাবের সভাপতি কৃষ্ণ দাশ, রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক মিলন বৈদ্য শুভ, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর নির্বাহী সদস্য সঞ্জয় বড়ুয়া, প্রিতম দাশ ও গীতা স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবক অন্যান্য নেতৃবৃন্দ।