• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:১৭:৪৮ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:১৭:৪৮ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

অন্যায় দাবির কাছে মাথা নত করবো না: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও ৩ কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির মধ্যেই কড়া নিরাপত্তা নিয়ে কার্যালয়ে প্রবেশ করেছেন বিএসইসি চেয়ারম্যান।৬ মার্চ বৃহস্পতিবার বেলা ৩টার পরে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের নিজ কার্যালয়ে আসেন তিনি।এ সময় সাংবাদিকদের বিএসইসি চেয়ারম্যান বলেন, সরকার আমাদের সাথে কথা বলেছে, আমাদেরকে বলেছে- আমরা যে কাজগুলো করছি সেগুলো যাতে আরও জোরদারভাবে করতে পারি। সেই কাজটাই আমরা করে যাবো। তবে সরকারের কার সাথে তাঁরা কথা বলেছেন তার নাম জানাননি তিনি।তিনি আরও জানান, সরকার আমাদেরকে একটা মিশন নিয়ে পাঠিয়েছে, আমরা একচুল পরিমাণ সেই মিশন থেকে সরব না। কোন ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করবো না। আমরা যে কাজটা নিষ্ঠা ও নিয়মনীতির সাথে করে যাচ্ছি, তা করে যাবো।এর আগে বেলা ১২টার দিকে কর্মকর্তারা বলেন, বিএসইসি চেয়ারম্যান এবং কমিশনারদের পদত্যাগের দাবিতে আমাদের কর্মবিরতি চলমান থাকবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করছি। বিএসইসি আমাদের অফিস। আমরা আমাদের অফিসের সম্পদ রক্ষা করবো। কেউ কোন অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আমরা তা প্রতিহত করবো।