• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:৪২:৪০ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:৪২:৪০ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

কালিহাতীতে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে ১ নারীর মৃত্যু

স্টাফ রিপোর্ট , টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে পড়ে তাসলিমা খাতুন (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন জামাতা আবুল কালাম আজাদ (৩০) আহত হয়েছেন।১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যার দিকে উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা বগুড়া জেলার বিসনোপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চাকরি করতেন। তার বোন জামাতা ঢাকার একটি ওষুধের দোকানে কর্মরত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোটরসাইকেলে করে বগুড়ায় ফিরছিলেন তাসলিমা ও তার দুলাভাই আবুল কালাম আজাদ। পথিমধ্যে আনালিয়া বাড়ি এলাকায় চলন্ত মোটরসাইকেলের চাকার সঙ্গে তাসলিমার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।যমুনা সেতু পূর্ব থানার এসআই শহিদুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যার দিকে আমরা খবর পাই, আনালিয়া বাড়ি এলাকায় এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে দেখি, মোটরসাইকেলের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি আহত হন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।