আড়াইহাজারে ডোবা থেকে বাক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ডোবা থেকে বাক প্রতিবন্ধী আবুল কাশেম (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার দুপ্তারা ইউনিয়নের হাটখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ। নিহত প্রতিবন্ধী যুবক একই ইউনিয়নের সত্যভান্দি মোল্লাপাড়া এলাকার জিন্নাত আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, জিন্নাত আলীর নিজস্ব কোনো জমি ও বাড়িঘর ছিল না। সত্যভান্দি মোল্লাপাড়ার কালিবাড়ি ব্রিজের নিচে আন্ডারগ্রাউন্ডে বাক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তিনি রাত্রিযাপন করতেন। শুক্রবার বিকেলে হাটখোলা ব্যাপারী পাড়া সুতার ববিন মিলের পশ্চিম পাশে ডোবায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে আড়াইহাজার থানা পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করে। এরপর নিহতের স্বজন ও প্রতিবেশীরা মরদেহের পরিচয় শনাক্ত করে।নিহতের বাবা জিন্নাত আলী জানান, শুক্রবার দুপুরের খাবার শেষ করে বাড়ি থেকে বের হয় আবুল কাশেম। পরে এলাকার লোকজন তাকে ছেলের মৃত্যুর খবর দেয়।আড়াইহাজার থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, ধারণা করা করা হচ্ছে, রাস্তার পাশে ডোবার মধ্যে কোনো অপ্রয়োজনীয় বোতল বা কাগজ কুড়াতে গিয়ে বাকপ্রতিবন্ধী আবুল কাশেম ডোবায় পড়ে যান। তখন তিনি মারা যেতে পারেন। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।