• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:৫২:৩৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:৫২:৩৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

বন্যার পানিতে ধরা পড়ল ৭২ কেজির বাগাড়

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর বন্যার পানিতে ৭২ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় বাজারে ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ৫ অক্টোবর বৃহস্পতিবার উত্তর ডাউয়াবাড়ি গ্রামে তিস্তা নদীর চরাঞ্চল থেকে মাছটি ধরেন কৃষক মোহসিন আলী। তিনি একই গ্রামের ইছাহাক আলীর পুত্র।স্থানীয়রা জানায়, ভারতের সিকিমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে বন্যা দেখা দিয়েছে। ৪ অক্টোবর বুধবার রাতে তিস্তা পাড় বন্যায় ডুবে যায়। বৃহস্পতিবার সকাল থেকে বন্যার পানি কমতে শুরু করলে ডুবে থাকা চরাঞ্চল জেগে ওঠা শুরু করে। এসময় ছোট ছোট খালের গর্তে অনেক মাছ আটকা পড়ে। স্থানীয় অনেকেই এই মাছ ধরতে নেমে পড়েন। এসময় উত্তর ডাউয়াবাড়ী চরের কৃষক মোহসিন আলীর নিচু জমিতে ৭২ কেজির একটি বাগাড় মাছ আটকা পড়ে। বাড়ির সবাই মিলে মাছটি ধরলে মুহূর্তেই সে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ডাউয়াবাড়ী বাজারে। এসময় বাজারে তোলা হলে স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়। মাছটি কেনার জন্য অনেক ক্রেতা দাম কাষাকষি করলেও দুপুরে ৮০ হাজার টাকায় স্থানীয়রা মাচটি কিনে ভাগাভাগি করে নেন।কৃষক মোহসিন আলী জানান, এত বড় মাছ জীবনে প্রথম ধরতে পেরে বেশ আনন্দ লাগছে। নদীপাড়ে বসবাস করলেও এত বড় মাছ ধরার সৌভাগ্য হয়নি। পানি কমে গেলে মাছটি নিচু জমির সামান্য পানিতে আটকা পড়ে, সবাই মিলে ধরেছি, ওজন ৭২ কেজি। স্থানীয়দের কাছেই ৭০ হাজার টাকায় বিক্রি করেছি।ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব আজহারুল ইসলাম আতিক বলেন, ৭২ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে শুনে ডাউয়াবাড়ী বাজারে হাজারো মানুষ ভিড় করছে। স্থানীয়রা মাছটি ৭০ হাজার টাকায় ক্রয় করে নিজেরা ভাগবাটোয়ারা করে নিয়েছে।