শিক্ষক সংকট নিরসনের দাবিতে মাউশিতে শিক্ষার্থীদের স্মারকলিপি
বাঙলা কলেজ প্রতিনিধি: শিক্ষক সংকট নিরসনের দাবিতে মাউশিতে স্মারকলিপি জমা দিয়েছে বাঙলা কলেজ মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।প্রতিষ্ঠার দশ বছরেও সরকারি বাঙলা কলেজের মার্কেটিং বিভাগের কোনো বিভাগীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন হয়নি। নিজস্ব শিক্ষক না থাকায় পাঠদান, শিক্ষা-কর্মসূচিসহ নানাবিধ সমস্যার সমাধান নিয়ে উদগ্রীব শিক্ষার্থীরা। সম্প্রতি এ নিয়ে বিভাগে শিক্ষক সংকট নিরসনের দাবি তুলেছে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।মার্কেটিং বিভাগে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং শিক্ষার সার্বিক মান উন্নয়ন সংক্রান্ত নানা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে ১৬ জানুয়ারি সচিবালয়ে যান কলেজের মার্কেটিং বিভাগের একটি শিক্ষার্থী প্রতিনিধির দল।প্রতিনিধি দলটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে আলোচনার জন্য সাক্ষাতে গেলে স্মারকলিপি গ্রহণপূর্বক দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন একান্ত সচিব।শিক্ষার্থীদের দাবি, শিক্ষক পদায়নের আবেদন করার ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার বিষয়ে ইঙ্গিত পেয়েছেন তারা। শিক্ষার্থীদের তোলা এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে অতি দ্রুতই শিক্ষক পদায়নের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান। কিন্তু দীর্ঘ ১০ বছরেও শিক্ষক নিয়োগের আবেদনে উদাসীনতার কারণ সংক্রান্ত কোনো সদোত্তর দেননি তিনি।