ওয়ানডে ক্রিকেটে বাবর আজমের বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক: হাশিম আমলা, ভিভ রিচার্ডসদের ছাপিয়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ক্যারিয়ারের ১০০টি ওয়ানডে ইনিংস খেলার পরে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন তিনি।এছাড়া একশ’ ইনিংস খেলার পর বাবরই একমাত্র ব্যাটসম্যান, যিনি পাঁচ হাজারের বেশি স্কোর করেছেন। ক্যারিয়ারে অর্জনের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো বাবর আজমের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নতুন মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়েছেন বাবর আজম।২৪ আগস্ট বৃহস্পতিবার আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাবর ৬৬ বলে ৫৩ রান করেন। ওয়ানডেতে এখন তার রান ৫১৪২। যেটা এই ফরম্যাটে ১০০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান।একশ’ ওয়ানডে ইনিংস খেলে পাঁচ হাজারের বেশি রান করতে বাবর আজম ১৮টি সেঞ্চুরি এবং ২৭টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।১০০ ইনিংস খেলে ৪৯৪৬ রান নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ৪৬০৭ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস আছেন তিনে। ৪২৩০ রান নিয়ে চতুর্থস্থানে আছেন ভারতের বিরাট কোহলি।