• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৪:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৪:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে ছেলের সামনে বাবার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আন্ত:নগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনে কাটা পড়ে মনসুর আলী (৬২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় চোখের সামনেই পিতার মৃত্যু দেখে সাথে থাকা ছেলে আব্দুল হাকিম (১৮)  অজ্ঞান হয়ে পড়ে।৩ নভেম্বর রোববার সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনের সামনের পুরাতন রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনসুর নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনামূখী গ্রামের মৃত নিরাশা মাহমুদের ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে একদল শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামত ও রঙের কাজ করে আসছিল। আজও সকাল থেকে মনসুর ও তার ছেলে হাকিমসহ তিনজন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনের পুরাতন ব্রিজের মাঝখানে রেললাইনে রঙের কাজ করছিল। এসময় সকাল সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি ব্রিজের দিকে আসতে দেখে তিনজনই ব্রিজ পার হতে দৌড়াতে থাকেন।এক পর্যায়ে একটু সামনে এসে ব্রিজের রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে দুজন অবস্থান করতে পারলেও ছেলের সামনে মনসুর ওই ট্রেনের নিচে কাটা পড়ে দুই খণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। চোখের সামনে এ ঘটনা দেখে ছেলে আব্দুল হাকিম নিরাপত্তা চৌকিতে অজ্ঞান হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা ছেলেকে উদ্ধার করে রেল স্টেশনে নিয়ে আসেন।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ জানান, শ্রমিকরা ঠিকাদারের অধীনে রেলওয়ে ব্রিজে কাজ করছিলো। এসময় ট্রেনে কাটা পড়ে মনসুর মারা যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।