• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২৫:৫৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২৫:৫৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঐতিহ্যবাহী বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের সভাপতি চান মিয়া চান্নুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শেখ মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, উপজেলা যুবদলের সদস্য আনোয়ার ইসলাম বাবুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম স্বপন, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম তারাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।