কুমারখালীতে বালুবাহী ট্রাকের চাপায় শ্রমিক নিহত
কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ড্রাম ট্রাকের চাপায় মো. রাজু (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন শ্রমিক।১১ জানুয়ারি শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের সৈয়দ মাসুদ রুমী সেতুর পূর্বদিকে বাঁশআড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু উপজেলার কয়া ইউনিয়নের কয়া গ্রামের মাসুদ রানার ছেলে। আহতরা একই এলাকার সিরাজুল (৩৫), বিল্লাল (৩৩) ও আশরাফ (৩৫)। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গড়াই নদীর ড্রেজিং করে বালু অপসারণের ইজারা নিয়েছেন কুমারখালীর মেসার্স প্রিয়াংকা ট্রেডার্স। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকায় ইজারা দেন। ঠিকাদার জাহিদুল হোসেন ইজারাকৃত বালু ভেকু ও প্লেটার দিয়ে কেটে ড্রাম ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। ট্রাক গুলো কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সৈয়দ মাসুদ রুমী সেতুর পূর্বদিক বাঁশআড়া এলাকায় ইউটার্ন নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করছে। শনিবার সকাল ৮টার দিকে ঢাকা মেট্রো - ট ২২২৮০১ ড্রাম ট্রাক একটি পাখিভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালকসহ চার জন যাত্রী ছিটকে পড়ে। ট্রাকটি রাজুর মাথা চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। অপর তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।