• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০০:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০০:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

১২ বছরের কন্যাকে বিয়ে দেওয়ায় বাবাকে জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামে আতিয়ার রহমানকে তার ১২ বছর বয়সী কন্যাকে বিবাহ দেওয়ার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।১২ জুলাই শুক্রবার বিকেল ৫টা হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আতিয়ার রহমানকে জরিমানা করে। একই সঙ্গে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া প্রর্যন্ত স্বামীর বাড়িতে যেতে পারবে না বলে একটি  মুচলেকা নিয়ে মেয়ের বাবা আতিয়ার রহমানকে ছেড়ে দেন।বিষয়টি শুক্রবার রাত ৮টায় উপজেলা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান কাওসার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিতি ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, হাকিমপুরের চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামে আতিয়ার রহমান তার ১২ বছর বয়সী কিশোরীকে বিরামপুরের ছেলের সঙ্গে বাল্যবিবাহ দিয়েছেন। গোপনে এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।