সোনারগাঁওয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে মা- ছেলেসহ নিহত ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহি বাস ও অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে চালক, নারী ও শিশু ছেলেসহ তিন জন নিহত হয়েছেন।৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- অটোরিকশা চালক আনিসুর রহমান (২৩), গাইবান্ধার সুনামগঞ্জের আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫) ও তার ছেলে আরিয়ান আহম্মেদ রাফি (৫)।প্রত্যক্ষদর্শীরা জানান, চিটাগাং রোড থেকে অটোরিকশাযোগে সেতুর ওপর দিয়ে উল্টো পথে কাচঁপুর আসার পথে হিমাচল নামে যাত্রবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক, নারী ও শিশুসহ তিন জন নিহত হন।কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, উল্টো পথে অটোরিকশাযোগে আসার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। অটোরিকশা ও বাসটি জব্দ করা হয়েছে।