• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:২৩:১৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:২৩:১৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীরা বিএনপিতে যোগদানের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপির আঞ্চলিক কমিটির নেতাকর্মীরা।২২ ডিসেম্বর রোববার দুপুরে ঠাকুরগাঁও স্টেশন রোডের চৌরাস্তায় এ অনুষ্ঠিত কর্মসূচিতে দলের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলম, বিএনপি নেতা আব্দুল হান্নান হান্নু, ছানাসহ অন্যান্য বক্তাগণ বক্তব্য দেন ।বক্তারা এ সময় সুগার মিল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের খানকা শরীফ এলাকার চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিএনপিতে যোগদানের সুযোগ করে দেওয়ার অভিযোগ করেন।বক্তারা বলেন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে স্থানীয় বিএনপির কতিপয় সুবিধাভোগী নেতারা সুবিধা লাভের আশায় এলাকার চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের সুযোগ করে দিচ্ছেন। কিন্তু তাদের এ বিএনপিতে যোগদান কোনো ভাবেই মেনে নিবে না স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। প্রয়োজনে এর প্রতিবাদে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। পরে ঠাকুরগাঁও প্রধান সড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করেন।