• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৪:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৪:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

রাঙামা‌টি জেলা পরিষদ ও আদালত ইস্যু‌তে স‌চিবালয় ঘেরাওয়ের ঘোষণা

রাঙামাটি প্রতিনিধি: বিতর্কিত ও ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে পুনর্গঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভেঙে দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা।১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।এ সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি করে আওয়ামী লীগের সুবিধাভোগী ও বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতাকারী, হত্যা মামলার আসামীদের দিয়ে রাঙামাটি জেলা পরিষদের অন্তর্বর্তী পরিষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এ ছাড়াও আওয়ামী লীগ নেতাদের রাঙামাটি জজ কোর্টে পিপি ও সহকারী পিপি নিয়োগ দেয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনর্গঠিত জেলা পরিষদ ভেঙে না দিলে সচিবালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।এ সময় বক্তব্য রাখেন রাঙ্গামাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ রাকিব হোসেন, তুহিন, ইমাম হোসেন ইমু, তানভীর রাহতি, মোস্তফা আনোয়ারাতুল ও শাহজাহান হোসেন।এর আগে রাঙামাটি জজ কোর্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।