• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩৮:১৮ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩৮:১৮ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে বিএনপির বিজয় উল্লাসে গণজমায়েত

খাগড়াছড়ি প্রতিনিধি: ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন উপলক্ষ্যে খাগড়াছড়িতে বিএনপির বিজয় উল্লাস ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বুধবার বিকেলে খাগড়াছড়ি শহরে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।এতে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ঢল নামে। বিজয় উল্লাস উপলক্ষ্যে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আফছার, সহ-সভাপতি নাসির আহম্মেদ চৌধুরি ও মংসুইথোয়াই চৌধুরি, যুগ্ম-সম্পাদক অ্যাড. আব্দুল মালেক মিন্টু ও অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা যুবদল সভাপতি মাহাবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, জেলা কৃষক দলের সভাপতি বিদর্শী বড়ুয়াসহ নেতাকর্মীরা যোগ দেন।