ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস উদযাপন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সারাদেশের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার উপজেলা পরিষদের শহিদ মিনারে সকাল সাড়ে ৬টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।দিবসটির শুভ সূচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরি, ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ এবিএম মহিব্বুল ইসলাম, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়ী উপজেলা চত্বরে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।