• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৬:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৬:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জাবির বিজয় মেলায় দর্শনার্থীদের চাপে ভোগান্তিতে শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী বিজয় মেলা। মেলায় দর্শনার্থীদের ভিড়ে নানাভাবে ভোগান্তিতে পড়েছেন শিক্ষা-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে মহান বিজয় দিবসকে ঘিরে ১৫ ডিসেম্বর শুক্রবার থেকে এ মেলা আয়োজন করা হলেও নেই সেখানে বিজয়ের ছাপ। চারদিকে শুধু রকমারি দোকান, বহিরাগত দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, আশে পাশের বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ এবং শিশুদের ভিড়ের কারণে ক্যম্পাসের পরিবেশ ও শৃঙ্খলায় বিঘ্ন ঘটছে। ক্যাম্পাসের ভিতরে এমন মেলার আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতিকর প্রভাব ফেলার পাশাপাশি  বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভাবমর্যাদারও ক্ষুণ্ন হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।সরেজমিনে ঘুরো গেছে, মেলাকে ঘিরে ছাত্র-শিক্ষক কেন্দ্র, শহীদ মিনার, বটতলা বাজার, ট্রান্সপোর্টসহ বিভিন্ন জয়গায় যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি), আ.ফ.ম কামাল উদ্দিন হল, কলা ও মানবিকী অনুষদের শৌচাগার ব্যবহার করতেও শিক্ষার্থীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। এতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার মিম বলেন, ক্যাম্পাসে বিজয় মেলায় এবারের মতো এতো মানুষের উপস্থিতি  কখনো দেখা যায়নি। মেলায় বহিরাগত দর্শনার্থীদের জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের চলাচল কষ্টকর হয়ে পড়ছে। ক্যাম্পাসে বহিরাগত মানুষজনের উপস্থিতি বেশি হওয়ায় অতিরিক্ত রিকশা ভাড়াসহ খাবারের দোকানগুলোতে অতিরিক্ত দাম নিচ্ছে।অপর এক শিক্ষার্থী রায়হানুল ইসলাম বলেন, বিজয় মেলা আমাদের একটা উৎসব। কিন্তু সেখানে বহিরাগতদের আগমনের জন্য আমাদের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ক্যাম্পাসে যানজটের সম্মুখীন হচ্ছি আমরা সাধারণ শিক্ষার্থীরা। বিজয় মেলার নামে যে আয়োজন এতে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে, ভাবমর্যাদা নষ্ট হচ্ছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান বলেন, আজকে একটা বিশেষ দিন। স্মৃতিসৌধকে কেন্দ্র করে অনেকেই ক্যাম্পাসে এসেছে। মুক্তমঞ্চে অনুষ্ঠান, মেলাও হচ্ছে। যার কারণে একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এত মানুষের সমাগম হওয়ার কারণে পরিবেশ বিঘ্নিত হচ্ছে, তারপরও আমরা চেষ্টা করছি যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।