• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩১ রাত ০১:১২:১৯ (13-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩১ রাত ০১:১২:১৯ (13-Jan-2025)
  • - ৩৩° সে:

জল্পনার অবসান শেষে বিপিএ টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি: আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন সরকারি দপ্তরের বৈষম্য নিয়ে না না জল্পনা ও কল্পনা সৃষ্টি হয়। একইভাবে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ও প্রশিক্ষণরত এসপি প্রবি, প্রশিক্ষণরত এসআই ও টিআরসিদের নিয়োগ নিয়ে ও বেশ জটিলতার আলোচনার ঝড় বয়ে চলেছে। কিন্তু সব কিছুর অবসান শেষে টিআরসি সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি (বিপিএ), সারদা রাজশাহীতে ১৬৭তম টিআরসি ২০২৪ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিপিএর প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি মো. মাসুদুর রহমান ভূঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।রোববার সকালে বিপিএর আয়োজনে ৩৩৪ জন টিআরসির সমাপনী কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন। মৌলিক প্রশিক্ষণ শেষ করে তারা দেশের বিভিন্ন জেলায় জনগণের সেবায় নিয়োজিত হবে। এদেশ বিনার্মাণে নবীন পুলিশ সদস্য তাদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার পরামর্শ দেন প্রধান অতিথি বিপিএ প্রিন্সিপাল।তিনি বলেন, বর্তমান পুলিশ জনগণের সেবায় উত্তর উত্তর প্রযুক্তিগত ব্যবহারে ঘরে বসে তার সুফল পাচ্ছে। পূর্বের চেয়ে উন্নত সেবা প্রদানে কাজ করছে পুলিশ বাহিনী। পুলিশ সদস্যরা মৌলিক প্রশিক্ষণ শেষ করেছে। আগামীতে আরও প্রশিক্ষণসহ অধ্যয়ন করতে হবে। দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে সর্বদা প্রস্তুত থাকারও পরামর্শ দেন বিপিএ প্রিন্সিপাল।পরে প্রধান অতিথি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রশিক্ষণে ৩৩৪ জনের মধ্যে মো. সাজেদুল ইসলাম বেস্ট টিআরসি হিসাবে নির্বাচিত হয়।এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে বেস্ট অ্যাকাডেমি হিসাবে মো. সুমন আলী, বেস্ট এন ফিল্ড এক্টিভিটিজ এবং বেস্ট শ্যুটার হিসাবে নির্বাচিত হয় পৌরব চন্দ্র রায়। ওই সময় প্রধান অতিথি তাদের বেস্ট ট্রফি ও সনদ বিতরণ করেন।