• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:১৬:২৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:১৬:২৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

কচুয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষককে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বিদায় দিলেন শিক্ষার্থী-অভিভাবকরা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কচুয়া উপজেলার দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বিদায় বেলায় শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সদ্য বিদায়ী সিনিয়র সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ।২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সুরেশ চন্দ্র দেবনাথের অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। এ সময় কান্নায় ভেঙে পড়েন সহকর্মীসহ শিক্ষার্থীরা।বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী সংবর্ধিত সিনিয়র সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ।সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মো. আনোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য জুয়েল পাটোয়ারী, সিনিয়র সহকারী শিক্ষক জামাল উদ্দিন, সাইফুল্লাহ, অমর কৃষ্ণ দেবনাথ, সরকারি শিক্ষক মেহেদী হাছান সবুজ, মো. জালাল উদ্দিন, ফখরুল ইসলাম, ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ পরান, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম, হৃদয় পাটোয়ারী প্রমুখ।অনুষ্ঠানের শেষে, শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সদ্য বিদায়ী সিনিয়র সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথকে ফুল দিয়ে সাজানো গাড়িতে তাঁর গ্রামের বাড়ি ফতেপুর পৌঁছে দেয়।জানা যায়, ১৯৮৫ সালে দারাশাই তুলপাই উচ্চ বিদ্যালয় দিয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করেন সুরেশ চন্দ্র দেবনাথ। ২৭ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের থেকে অবসরে যান তিনি।