• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৮:১৭ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৮:১৭ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: কুষ্টিয়া শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১ জন।২৩ অক্টোবর বুধবার সন্ধ্যায় শহরের হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন, কুষ্টিয়া শহরের হাউজিং বি ব্লকের শামসুল হকের ছেলে সালাম (৫০), তার স্ত্রী রুপা (৩৫) ও মেয়ে শাবা খাতুন (১৩)। এ ঘটনায় আহত হয়েছে ছেলে সিয়াম (১২)। বর্তমানে সিয়াম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।জানা যায়, বুধবার বিকেলের দিকে কুষ্টিয়ায় বৃষ্টির সময় ঘরের মধ্যে পানি জমলে বিদ্যুতের মেইন সুইস বন্ধ করতে যায় সালাম। এ সময় সালাম বিদ্যুৎস্পৃষ্ট হয়, তাকে উদ্ধার করতে তার স্ত্রী, মেয়ে, ছেলে এগিয়ে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার (ওসি) তদন্ত ‎দিপেন্দ্রনাথ জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।