গাজীপুরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০)। তারা দুজনই ওই উপজেলার বারিষাব ইউনিয়নের বাসিন্দা।স্থানীয়রা জানান, ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি হিসেবে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটিতে বিদ্যুৎ চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ ভুঁইয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম। তিনি জানান, নিহত স্বামী-স্ত্রীর মরদেহ থানায় নিয়ে এসেছে স্বজনরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।