যৌথবাহিনীর হস্তক্ষেপে সাড়ে ৩ ঘণ্টা পর বিদ্যুৎ পেলো মানিকগঞ্জবাসী
মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্নীতির অভিযোগে সারাদেশে পল্লীবিদ্যুতের ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণের প্রতিবাদে মানিকগঞ্জের পুরো জেলায় বিদ্যুৎ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি।১৭ অক্টোবর বেলা ১১ টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পরে যৌথবাহিনীর হস্তক্ষেপে বেলা আড়াইটার দিকে জেলায় বিদ্যুৎ চালু করা হয়। এসময় পল্লী বিদ্যুতের চার কর্মকর্তাকে সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হয়।তারা হলেন- পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সামিউল কবীর, এজিএম হাসিব, এজিএম (অর্থ) গিয়াস উদ্দিন সাকিব ও এজিএম (প্রশাসন) রাজিবুল ইসলাম।জানা গেছে, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের স্বপদে বহালের দাবিতে বিদ্যুৎ বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, জেলা প্রশাসনের কর্মকর্তারা আসেন। এসময় পল্লী বিদ্যুতের চারজন কর্মকর্তাকে সেনাবাহিনী তাদের হেফাজতে নেয়। পরে সাড়ে তিন ঘণ্টা পর সারা জেলায় বিদ্যুৎ সচল হয়।দীর্ঘসময় বিদ্যুৎ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরে মানিকগঞ্জবাসী।