স্বপ্নপুরীতে যাবার পথে বাস খাদে, আহত ২৮
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বৃহত্তম বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে পিকনিকে যাবার পথে বাস খাদে পড়ে ২৮ জন পর্যটক যাত্রী আহত হয়েছেন।৪ মার্চ সোমবার বেলা ১২টায় বাসের পিছনের চাকা পাংচার হয়ে এই দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁ জেলার দেবীপুর পয়সা ফেলা ও মুন্সির হাট বাজার থেকে একটি বাস পিকনিকে আসে। বাসটি আফতাবগঞ্জ বাজার পার হয়ে ইসলামপুরে বাসের চাকা পাংচার হয়ে খাদে পড়ে যায়।এ ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজনের মধ্যে ১ জনকে তৎক্ষণাৎ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে ২১ জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।আহতরা জানান, আমরা আজ মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছি। হঠাৎ বাসটির পিছনের চাকা পাংচার হয়ে খাদে পড়ে যায়। এ সময় আমরা কিছুই বুঝতে পারিনি। আমরা ছোট বাচ্চা ও সহযোগীদের জীবন বাঁচাতে ব্যস্ত ছিলাম। এই সুযোগে কিছু লোক আমাদের টাকা-পয়সা, মোবাইল ও স্বর্ণ লুট করেছে।পিকনিকে আসা দর্শনার্থীরা জানান, রাস্তাটি চিকন হওয়ায় বড় বাস চলাচল ও পারাপার হতে পারে না। এ দুর্ঘটনা শুধু আজকের না। এর আগেও এ সড়কে ছোট বড় অনেক এক্সিডেন্ট ঘটেছে। রাস্তার কাজ দ্রুত করারও দাবি জানান তারা।এ বিষয়ে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার জানান, যেহেতু স্বপ্নপুরী একটি বড় বিনোদন কেন্দ্র, সেক্ষেত্রে রাস্তাটি আরও প্রশস্ত হওয়া দরকার। যাতে করে যাতায়াতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে।