ঘন কুয়াশায় ঢেকে গেছে সিলেট, জনজীবন বিপর্যস্ত
সিলেট প্রতিনিধি: সিলেটজুড়ে প্রচণ্ড কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় তীব্র ঠাণ্ডায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।২২ জানুয়ারি বুধবার সকালে সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষদের দুর্দশা বেড়ে গেছে।প্রচণ্ড শীতের কারণে অনেক স্থানে খেটে খাওয়া মানুষ কাজে বের হতে পারছেন না। ফলে দিনমজুর ও রিকশাচালকদের আয়ে পড়েছে নেতিবাচক প্রভাব। সিলেটের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে।সিলেট আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে, ঘন কুয়াশা আরও কয়েক দিন থাকতে পারে। তবে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।