শ্রীপুরে বিয়ে বাড়িতে মাংস দিতে দেরি হওয়ায় বরপক্ষের হামলা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিয়ে বাড়িতে বরপক্ষের হামলা মারধর কনের বাবা মাসহ আটজন আহত।৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কনের বাবা মো. রুবেল (৪০), মা মিলন আক্তার (৩৬), নাসরিন (৩২), পারভেজ (২২)।কনের বাবা রুবেল মিয়া বলেন, বরপক্ষের ৩০ জন বরযাত্রী আসার কথা ছিল তারা এসেছিল ১০০ জন, খাবার টেবিলে বসা বরযাত্রীকে মাংস দিতে বিলম্ব হওয়া বরপক্ষের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।কনের প্রতিবেশী চাচা আবুল কালাম বলেন, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলিয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. সোলাইমানের সঙ্গে আমার চাচাতো ভাই রুবেলের কন্যা রুমানার বিয়ের আয়োজন চলছিলো। দুপুরের দিকে বরপক্ষের শতাধিক লোকজন নিয়ে কনের বাড়িতে আসে। যথারীতি বরপক্ষের লোকজনকে আপ্যায়ন শুরু করে কনেপক্ষের লোকজন। হঠাৎ করে কয়েকজন যুবক খাবার নিয়ে চিল্লাচিল্লি শুরু করে। মুহুর্তেই বরপক্ষের লোকজন ডেকোরেশনের জিনিসপত্র ভাংচুর শুরু করে। এতে কনে পক্ষের লোকজন থামাতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় বর পক্ষের কয়েকজন যুবকেরা লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে কয়েকজন পালিয়ে যায়। বাকিদের আটকে দেয় স্থানীয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এবিষয়ে খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।