কুমিল্লায় বিলের মধ্য থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় বিলের মধ্যে থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৮ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৯টায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন- জাফরগঞ্জ এলাকার মনিরুল ইসলাম ও অন্যজন হলেন খাগড়াছড়ি রামগঞ্জ এলাকার মোহন মিয়া। নিহত দু’জনেই ইন্টারনেটের বিল উত্তোলনসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতেন।এদিকে বিলের মধ্যে দুই যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে দূরদূরান্ত থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করতে থাকে। খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙ্গে পড়ে।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কীভাবে এ ঘটনা ঘটল ! এটা কি হত্যাকাণ্ড না কি অন্য কিছু তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ মো. শাহিন।মো. শাহিন জানান, এটা হত্যাকাণ্ড না অন্য কিছু তা এখন বলা সম্ভব না। তবে অনেকগুলো তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ বিষয়ে তদন্ত কাজ চলমান রয়েছে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।