• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:২১:৪৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:২১:৪৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি ও বীর শহিদদের স্মরণে দোয়া

গাজীপুর (মহানগর) প্রতিনিধি: জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) গাজীপুর মহানগর শাখার উদ্যোগে গাজীপুর মহানগরের বড় বাড়িতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জিসাসের গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক এডভোকেট ফেরদৌস হাসান অভির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিয়ামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা।বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জিসাসের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও চলচ্চিত্র অভিনেত্রী রিনা খান, ইমাম সিদ্দিকী যুগ্ম-সাধারণ সম্পাদক জিসাস কেন্দ্রীয় কমিটি, ইমরান হোসেন খান সহ-সাংগঠনিক সম্পাদক জিসাস কেন্দ্রীয় কমিটি, কামাল উদ্দিন রিয়াদ সদস্য সচিব জিসাস গাজীপুর মহানগর শাখা, জিসাসের প্রতিষ্ঠাতা সদস্য খ ম জাহাঙ্গীর আলম, গাছা থানা বিএনপির সহ-সভাপতি ও ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল হাসেম, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সহ-সভাপতি এমরান হোসেন খান, গাছা থানার সাবেক যুবদলের যুগ্ম আহবায়ক মো. রুবেল সরকার, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক খান প্রমুখ।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মো. নূরে আলম মাতব্বর, ইমদাদুল হক এমদাদ, মোহাম্মদ শাহিন শাহ ও রশিদুল ইসলাম। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।