পঞ্চগড়ে আত্মহত্যা প্রতিরোধ দিবসে সচেতনতামূলক সভা
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জগদল নুর আক্তার সরকার দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ অর্গানাইজেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।এসময় জগদল নুর আক্তার সরকার দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী ও স্বপ্নপূরণ অর্গানাইজেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।সচেতনতামূলক সভায় জগদল নুর আক্তার সরকার দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম একরামুল হক, সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক এ্যাড. আহসান হাবীব, স্বপ্নপূরণ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মখলেছান রহমান, সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান অন্যন্যা প্রমুখ বক্তব্য রাখেন।সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হতাশা, উদ্বেগ, বিষন্বতা, মানসিক ব্যাধি, ঋণগ্রস্ত, দারিদ্র্যতা, পারিবারিক ও দাম্পত্য কলহ, সামাজিক কারণ ও প্রিয় জনকে না পাওয়ার বেদনাসহ নানাবিধ কারণে মানুষ আত্মহত্যা করে। তবে পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এর প্রবণতা বেশি দেখা যায়। ৯ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। বিশ্বে প্রতিবছর প্রায় ৭ লক্ষ মানুষ আত্মহত্যা করে। আর বাংলাদেশ এর হার প্রায় ১০ হাজার। তবে আমরা যদি নিজেরা সচেতন হই ও অন্যদের সচেতন করি তাহলে আত্মহত্যার হার কমিয়ে এক পর্যায়ে শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে।পরে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সভার উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় কুইজের ৫ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।