গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর রোববার সকালে বর্ণাঢ্য র্যালি ও ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে শুরু হয়ে মূল ফটক পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন অত্র অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান।দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন, সকল প্রতিবন্ধকতা নিরসন।’ দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।সেবা নিতে আসা সংশ্লিষ্ট এলাকার পোষাপ্রাণির মালিকরা এ উদ্যোগকে সাধুবাদ জানান। একইসাথে ভবিষ্যতে এ ধরণের ক্যাম্পেইন নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।এ বিষয়ে অনুষদের এনিমেল প্রোডাকশন বিভাগের প্রভাষক ডা. রুকনুজ্জামান বলেন, জলাতঙ্ক দিবস পালনের মূল উদ্দেশ্য হলো জনসচেতনতা তৈরি। সাধারণত বণ্যপ্রাণির মাধ্যমে এই রোগ ছড়িয়ে থাকে। যেহেতু, এটি মরণব্যাধি তাই, আমাদের আগে থেকেই সচেতন হওয়া প্রয়োজন। কুকুর হলো বাস্তুতন্ত্রের অংশ। তাই, বেওয়ারিশ কুকুর নিধন না করে ভ্যাক্সিন প্রয়োগের মাধ্যমে এই রোগ অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব।অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান বলেন, জলাতঙ্ক নিমূলের দায়িত্ব পৌরসভা, সিটি কর্পোরেশন হতে ন্যস্ত থাকলেও তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যায় না। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে জলাতঙ্ক রোগ অনেক অনেকাংশে কমে আসতো। এজন্য গৃহপালিত পশুর পাশাপাশি রাস্তার পশুদের টিকাদান করার উচিত।