গাজীপুরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত
স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বিশ্ব মেডিটেশন দিবস ২০২৪ পালিত হয়েছে।এ উপলক্ষে ২১ মে মঙ্গলবার বিকেলে ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ প্রতিপাদ্যে কোনাবাড়ী মেট্রো থানাধীন জরুন এলাকায় হিজল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আলোচনাসভা ও সম্মিলিত মেডিটেশনের আয়োজন করা হয়।এ সময় কেয়া গ্রুপের পরিচালক ও স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের দায়িত্বশীল মো. মাছুম পাঠানসহ অনেকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০২১ সাল থেকে দিবস পালনের মধ্য দিয়ে ধ্যান ও সুস্থ জীবনাচারের বাণী এখন পৌঁছে গেছে সমাজের সর্বস্তরের সচেতন মহলে। স্বাস্থ্য অধিদপ্তর ২০২২ সালে যোগ মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে গ্রহণ করেছে।