আইনী সহায়তা নিতে আসা মানুষদের জন্য বিশ্রামাগার 'ন্যায় কুঞ্জ'
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জেলা জজ আদালতে আইনী সহায়তা নিতে আসা মানুষদের জন্য 'ন্যায় কুঞ্জ' নামে একটি বিশ্রামাগারের উদ্বোধন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।২৩ মে বৃহস্পতিবার নীলফামারীতে জেলা জজ আদালতে আইনী সহায়তা নিতে আসা মানুষদের জন্য বিশ্রামাগার 'ন্যায় কুঞ্জ' উদ্বোধন করে প্রধান বিচারপতি বলেন, ‘মামলার জট ও দীর্ঘসূত্রিতা একটি দীর্ঘ দিনের সমস্যা। মামলার জট কমাতে যে পরিমাণ বিচারকের প্রয়োজন তার চেয়ে বিচারকের সংকট রয়েছে। তারপরও আমরা আমাদের ঊর্ধ্বতন আদালত ও স্থানীয় আদালত নিরলস চেষ্টা করছে, যাতে মামলার ডিসপোজাল বাড়ানো যায়। এজন্য আমরা একটি কমিশনও গঠন করেছি।'বিচারপতি ওবায়দুল হাসান আরও বলেন, 'বিচার দ্রুত নিষ্পত্তি করার জন্য আইনজীবীদের সহযোগিতা বেশি প্রয়োজন। আমাদের স্থানীয় আদালত শুরু হওয়ার কথা সকাল ৯টায়। তাই আমি আইনজীবীদের অনুরোধ করবো, তারা যেন সময় মেইনটেইন করে আদালতে উপস্থিত হন। বিচারকদেরও অনুরোধ করবো, তারাও যেন নির্ধারিত সময়ে বিচার কার্যক্রম শুরু করেন। যাতে করে আমরা প্রতিদিন অন্তত ৪-৫টা মামলা নিষ্পত্তি করতে পারি।'এ সময় জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিমের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম সারোয়ার ও এ.বি.এম গোলম রসুল, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার গোলাম সবুর, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।