• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৬:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৬:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

নিয়ামতপুরে বিষপানে কৃষকের মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বিষপানে আব্দুর রশিদ (৫৬) নামের এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৭ আগস্ট শনিবার দুপুরের পর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের ধাঐল গ্রামে এ ঘটনা ঘটে।মৃত আব্দুর রশিদ ওই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।আব্দুর রশিদের পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ স্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা-কাটাকাটির কারণে অশান্তিতে ভুগতেন আব্দুর রশিদ। শনিবার বাড়ি থেকে বের হোন জমিতে কীটনাশক প্রয়োগ করার জন্য। দুপুরে বাড়ি ফিরে এসে জানান তিনি কীটনাশক খেয়েছেন। তার ছটফটানি দেখে প্রথমে খড়িবাড়ি মাতৃ ক্লিনিকে নেওয়া হলে উপস্থিত ডাক্তার না থাকায় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা বেগতিক হওয়ায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। রাজশাহী নেওয়ার পথে সন্ধ্যার দিকে উপজেলার খড়িবাড়ি তিন মাথার মোড়ে তার মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।