সিরাজগঞ্জের সলঙ্গায় ১২টি টিয়ারশেল উদ্ধার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ১২টি টিয়ারশেল উদ্ধার করেছে হাইওয়ে ও সলঙ্গা থানা পুলিশ।৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার দিকে হাটিকুমরুলের ধোপাকান্দী গ্রামের পাশে সরস্বতী নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি টিয়ার সেল গুলো উদ্ধার করে।হাটিকুমরুলের ধোপাকান্দি গ্রামের আব্দুল কুদ্দুস সরকারের বাড়ীর পশ্চিমে সরস্বতী নদীতে মাছ ধরতে গিয়ে প্লাস্টিকের একটি ব্যাগে পরিত্যক্ত অবস্থায় টিয়ার সেল গুলো দেখে পুলিশকে খবর দেয়।পরে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশে একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ব্যাগসহ টিয়ার সেলগুলো নদী থেকে উদ্ধার করে।এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রউফ বলেন, ধোপাকান্দী গ্রামের লোকজন নদীতে মাছ ধরতে গেলে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থান ১২টি টিয়ারসেল দেখতে খবর দিলে হাটিকুমরুল হাইওয়ে থানায় এস আই আলমগীর সঙ্গীত ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে টিআর সেল গুলো উদ্ধার করে।পরে খবর পেয়ে সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করা টিয়ার সেল হেফাজতে নেন।উদ্ধার করা টিয়ার সেল গুলো ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় হাটিকুমরুল হাটিকুমরুল হাইওয়ে থানায় আগুন ও অস্ত্র লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারণা করছে তিনি।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, উদ্ধার হওয়া টিআর সেল গুলো ৪ আগস্ট হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উপর হামলা, অগ্নি সংযোগ ও অস্ত্র লুটপাট হওয়া অস্ত্র হতেপারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।