পুরান ঢাকার শাঁখারি বাজার থেকে বিস্ফোরকসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার শাঁখারি বাজারে অভিযান চালিয়ে বিস্ফোরকসহ একজনকে আটক করেছে পুলিশ।২৯ ডিসেম্বর রোববার গভীর রাতে শাঁখারি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, আটক আসামীর কাছে থার্টি ফার্সট নাইট উপলক্ষে অবৈধ আতশবাজি, পটকা, তারাবাতি, ক্র্যাকারস, ঝরনা বাতি, চকলেট বোম, রকেট বোম ও মোট ১৮ কেজি ২০০ গ্রাম বিস্ফোরকসহ আটক করা হয়।কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ইয়াসিন সিকদার বলেন, এ ঘটনায় কোতয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে।