• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৮:৫৪ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৮:৫৪ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

বুড়িগঙ্গার ভাসমান অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় আরমান (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে বসিলা নৌ-পুলিশ।১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ভাকুর্তা ইউনিয়নের সন্ন্যাসী পাড়া গ্রামের পার্শ্ববর্তী খালেক মিয়ার ইটভাটার কাছ থেকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরমান মোহাম্মদপুরের আদাবর থানাধীন সুনিবির হাউজিং এর বাবুল মিয়ার ছেলে। তিনি একটি কুরিয়ার কোম্পানিতে ডেলিভারি ম্যানের কাজ করতেন।নিহতের স্বজনরা জানান, গত চার দিন ধরে আরমান নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে আদাবর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। সোমবার নদীতে একটি মরদেহ পাওয়া গেছে এমন খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তি আরমান হিসাবে শনাক্ত করি। আরমানকে খুন করা হয়েছে, আমরা এ খুনের সুষ্ঠু বিচার দাবি করছি।বসিলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আই,সি) আরমান হোসেন জানান, মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।