• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৪২:০৮ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৪২:০৮ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

২২ দিন বন্ধ থাকার পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

লালমনিরহাট প্রতিনিধি: দাম পুনর্নির্ধারণ ও ব্যবসায়িক পরিবেশ স্বাভাবিক রাখার দাবিতে ২২ দিন বন্ধ রাখার পর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পুনরায় পাথর আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। উভয় দেশের ব্যবসায়ীদের সাথে সমন্বয়ে সমঝোতা বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন তারা।২৩ ফেব্রুয়ারি রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।এর‌ আগে বুড়িমারী স্থল বন্দর দিয়ে ভারত এবং ভুটানের তোর্শা ও স্টোন বোল্ডার পাথর ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে রপ্তানিযোগ্য দুই প্রকার পাথরের দাম পুননির্ধারণের দাবিতে বাংলাদেশের আমদানিকারকেরা পাথর আমদানি বন্ধ রাখেন। ব্যবসায়ীদের দাবি, পাথরের নির্মাণকাজ ও চাহিদা কমে যাওয়ায় বেশি দামে পাথর আমদানি করে ক্ষতির মুখে পড়ছেন তারা। এই লোকসান থেকে বাঁচতে পাথরভেদে দাম প্রতি মেট্রিক টন ২ থেকে ৩ ডলার কমানোর প্রস্তাব দিয়ে ওই দুই দেশের ব্যবসায়ী সংগঠনকে কয়েকদফা চিঠি দেন আমদানিকারকরা। তবে রপ্তানিকারক ও সরকারের পক্ষ থেকে কোনো প্রকার ইতিবাচক সাড়া না পাওয়ায় গত ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।এতে ক্ষতির মুখে পরে দুই উভয় পক্ষ। পাথর ভাঙা ও  লোড-আনলোডের কাজ না থাকায় বেকার হয়ে পড়ে শ্রমিকরা। কোটি কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয় উভয় দেশের সরকার। এর প্রেক্ষিতে বুড়িমারী স্থলবন্দর পাথর আমদানিতে পাথরের যৌক্তিক দর ও বাজার মনিটরিং করতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।২৩ ফেব্রুয়ারি রোববার বিকেলে বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে গিয়ে পাথর আমদানি আনুষ্ঠানিকভাবে চালু করেন। এর  ফলে ২২ দিন বন্ধ থাকার পর পাথর আমদানি পুনরায়  শুরু করা হয়।