বুড়িমারী স্থলবন্দর ৭ দিন পর আবারও সচল
লালমনিরহাট প্রতিনিধি: বকেয়া মজুরির দাবিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।এর আগে শ্রমিক-সর্দার দ্বন্দ্বে শ্রমিকরা গত ১৪ সেপ্টেম্বর থেকে পণ্য লোড-আনলোড বন্ধ রাখায় বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্যে স্থবিরতা দেখা দেয়। বন্ধ হয়ে যায় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। পাঁচশর মতো পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে। পণ্যবোঝাই এসব ট্রাক রেখে দেশে ফিরে যান ভারতীয় ট্রাকচালকরা।গতকাল ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বুড়িমারী স্থলবন্দর সফরে আসেন। তার সঙ্গে স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বুড়িমারী স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন। এরপর তিনি রাতে বুড়িমারী স্থলবন্দর হলরুমে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করে তাদের কাজে যোগদানের নির্দেশ দেন।এ ছাড়া জেলা প্রশাসনের গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিকে তদন্ত করে খুব দ্রুত শ্রমিকদের সৃষ্ট সমস্যা সমাধানের নির্দেশ দেন তিনি।বুড়িমারী স্থলবন্দর শ্রমিকলীগের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শ্রমিকদের আস্বস্ত করে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন। আমরা বুড়িমারীতে কর্মরত সব শ্রমিকের সঙ্গে আলোচনা করে বুধবার কাজে যোগদান করেছি কিন্তু খুব দ্রুত আমাদের সমস্যা সমাধান না হলে আমরা আবারও কর্মবিরতিতে যাবো।বুড়িমারী স্থলবন্দরে ২ হাজার ৩০০ জন তালিকাভুক্ত লোড-আনলোড শ্রমিক রয়েছেন। অস্থায়ী শ্রমিক রয়েছে প্রায় ৫-৬ হাজার। শ্রমিকদের সর্দার রয়েছেন ২২ জন। বন্দরে প্রায় ৫০০ পণ্যবোঝাই ট্রাক রয়েছে। অধিকাংশ ট্রাকে রয়েছে পাথর এবং ভুট্টা।