• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ রাত ০৩:২৭:১৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ রাত ০৩:২৭:১৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

দ্রুত কার্যকর করার দাবী, রায়ের সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবরার ফাহাদের মা

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। এই রায়ে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন।রায়ে সন্তুষ্ট প্রকাশ করে বুয়েট শিক্ষার্থী আবরার ফায়াদের মা রোকেয়া খাতুন বলেন, আমাদের এখন একটাই চাওয়া পাওয়া এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়। আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টের রায় ঘোষণা হওয়ার পর আজ রবিবার বেলা ৩টার দিকে কুষ্টিয়ার পিটিআই রোডের বাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।এক প্রশ্নের জবাবে রোকেয়া খাতুন বলেন, দীর্ঘ ছয় বছর পরেও দেশের মানুষ আমাদের সঙ্গে আছেন। কেউ আমাদের কাছ থেকে দুরে সরে যাননি। এই জন‌্য আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি। এখন চাওয়া এই রায় যেন দ্রুত কার্যকরী হয়। এই রায় কার্যকরী হলে ভবিষ‌্যতে এমন কাজ করতে আর কেউ সাহস পাবে না।তিনি বলেন, আমার আবরার যেমন এখন দেশে প্রতিটি মায়ের সন্তান, আমিও তেমন দেশের প্রতিটি শিক্ষার্থীর মা। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে তিনি অনুরোধ জানিয়ে বলেন, আবরারের মতো কোন শিক্ষার্থীকেই যেন এভাবে অকালে চলে যেতে না হয় সে বিষয়ে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এসময় আবরার ফাহাদের খালা, ফুপু সহ অন্যান্য স্বজনরা উপস্থিত ছিলেন।