শিক্ষার্থী সাগর কুমার পাল স্মরণে মেধা বৃত্তি ও সংবর্ধনা প্রদান
ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী সাগর কুমার পালের স্মরণে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।২ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন প্রামানিক। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সপ্তম থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি পাঁচ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ছয় মাসের স্কুলের যাবতীয় খরচ প্রদান করা হয়।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন প্রামানিক বলেন, “এ ধরনের বৃত্তি প্রদানের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা আরও বেশি উৎসাহিত হবে। তারা ভবিষ্যতে শিক্ষা অর্জন করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”সাগর কুমার পালের বোন পলি পাল বলেন, “সাগর ছিল একজন মেধাবী ও উদ্যমী ছাত্র। তার স্বপ্ন ছিল সমাজে কিছু ভালো কাজ করে যাওয়া। তার স্মৃতিকে ধরে রাখতে আমরা এই আয়োজন করেছি।”এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উদ্যম, অনুপ্রেরণা ও দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সৌপায়ন'১৬ ব্যাচের শিক্ষার্থীরা।