• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫০:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫০:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে পরিবহন আইন লঙন, ৯ জনকে জরিমানা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মহাসড়কে পরিবহন আইন অমান্য করার অপরাধে ৯ জনকে জারিমানা করা হয়েছে। তাদের সর্বমোট ৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।১৯ এপ্রিল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার (ঢাকা-পঞ্চগড়) মহাসড়কে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক পনিবহন আইন ২০১৮ অমান্য করায় ৯টি মামলায় ৮ হাজার  ৫শ’ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এতে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় এ সকল অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস বলেন, ‘সড়ক নিরাপদ রাখতে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । চালকদের মধ্যে জনসচেতনা তৈরি ও সড়ক পরিবহন আইন লঙন করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৪৯ (১) (চ) লঙ্ঘনে ধারা ৯২ (১) অনুসারে ৬ জনকে ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৬৬ অনুসারে ৩ জনসহ মোট ৯ জনকে  জরিমানা করা হয়।সকলকে সড়ক আইন মেনে চলতে হবে। তবেই ব্যস্ততম এই সড়কে দুর্ঘটনা ঘটবে না। সড়ক নিরাপত্তায় আইনের প্রয়োগ ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।