মিথ্যা ঘোষণায় আনা ১৮ কোটি টাকার সালফিউরিক এসিড জব্দ
যশোর প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ১৬ হাজার ৪২৫ কেজি সালফিউরিক এসিড জব্দ করেছে কাষ্টমস কর্তৃপক্ষ। ফরমিক এসিড ঘোষণা দিয়ে সালফিউরিক এসিডের এই চালানটি আমদানি করেছিল চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। জব্দ করা চালানটি বন্দরের ৩৮ নম্বর সেডে রক্ষিত আছে, যার বিল অব এন্ট্রি নম্বর সি-৫৫৯০৪। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, পণ্যটির ইনভয়েস মূল্য ৯৬০৭.৫ মার্কিন ডলার। কাস্টমস ডিউটিসহ পণ্যচালানটির মূল্য প্রায় ১৮ কোটি টাকা। পণ্য চালানটি ভারত থেকে আমদানি করেছেন চট্টগ্রামস্থ রিফ লেদার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। রফতানি কারক প্রতিষ্ঠান হলো ভারতের কেরেলাস্থ ক্যাটালাইস কেমিক্যাল ইন্ডাট্রিজ। বন্দর থেকে খালাশের দায়িত্বে ছিল মোশারফ টেডার্স নামে এক সিএন্ডএফ এজেন্ট। বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আব্দুল হাকিম জানান, চট্টগ্রামের রিফ লেদার লিমিটেড নামে এক আমদানিকারক ফরমিক এসিড ঘোষণা দিয়ে এই পণ্য চালানটি আমদানি করেন। তিনি আরও জানান, পণ্যটি বেনাপোল বন্দরে আসার পর ল্যাবে পরীক্ষা করা হয়। ল্যাব পরীক্ষার রিপোর্টে ফরমিক এসিডের স্থলে সালফিউরিক এসিড পাওয়া গেছে। সালফিউরিক এসিড আমদানি করতে হলে এলসি খোলার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি প্রয়োজন হয়। কোনো অনুমোদন নেয়নি আমদানিকারক প্রতিষ্ঠান। এটা একটা বড় ধরনের অপরাধ। সংশিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।