ছাত্রদল কর্মীর আবেদনে সোজা হলো বৈদ্যুতিক পিলার
মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শেখ রাসেল হলের দক্ষিণ পাশের রাস্তায় একটি বৈদ্যুতিক পিলারের বাতি দীর্ঘদিন ধরে বাঁকা অবস্থায় ছিল। অবশেষে, ছাত্রদল কর্মী রায়হান আহমেদের আবেদনের প্রেক্ষিতে ১৯ মার্চ ২০২৫ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অফিস কর্তৃক পিলারটি সোজা করা হয়।১৮ মার্চ মঙ্গলবার পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান আহমেদ হল প্রভোস্ট বরাবর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় যে, বাতিটি দীর্ঘদিন ধরে বাঁকা অবস্থায় আছে এবং রাস্তার পাশে থাকা বাঁশঝাড়ের কারণে ঝড়-বৃষ্টিতে ল্যাম্পপোস্টটির ক্ষতি হচ্ছে। ভবিষ্যতে যেকোনো দুর্ঘটনা এড়াতে দ্রুত এটি সোজা করার অনুরোধ জানানো হয়।পিলারটি সোজা করার সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. সাইদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল বারী, আব্দুল হাদী, ফাহিম মুবিন আকিব, ফুয়াদ হাসান, মো. আদনান, মো. রায়হান আহমেদ এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী আখিল আহমেদ।রায়হান আহমেদ বলেন, ‘গত কালবৈশাখী ঝড়ে ল্যাম্পপোস্টটির বাঁকা হয়ে যায়, এতদিন যাবৎ বিষয়টি কেউ লক্ষ্য করেনি। যেহেতু সামনে কালবৈশাখীর মৌসুম আসছে, যদি তখন আবার এভাবে বাঁশের আঘাত হয় তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তাই সচেতনতার জায়গা থেকে আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি এবং তারা দ্রুত পদক্ষেপ নেয়।’