• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৮:০২:৩৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৮:০২:৩৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

কক্সবাজারে বলী খেলা ও বৈশাখি মেলায় জুয়ার আসর

রামু (কক্সবাজার) প্রতিনিধি: রামু উপজেলার জোয়ারিয়ানালা মইশকুম নন্দাখালী সড়কের পাশে কৃষি জমিতে বলী খেলা ও বৈশাখি মেলার নামে চলছে জুয়ার আসর। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে এ জুয়ার আসর বসানো হলেও সবাই রয়েছেন নির্বিকার।৪ জুন সোমবার থেকে স্থানীয় সাবেক ইউপি সদস্য রুবেল ও কবির বলির নেতৃত্বে বলী খেলা ও বৈশাখি মেলার নামে এ জুয়ার আসর চলছে।বুধবার ৫ জুন মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার নামে রমরমা জুয়ার ৪টি আসর বসানো হয়েছে। বলী খেলার অনুষ্ঠানে আনন্দগণ পরিবেশ না থাকলেও বাহিরে জমজমাট হয়ে উঠেছে জুয়ার আসর। সন্ধ্যা ৬টায় বলি খেলা শেষ হলেও রাতে পর্যন্ত চলছে জমজমাট জুয়ার আসর। ডাবু খেলা, পয়সা খেলা, চাক্কি খেলাসহ বসানো হয়েছে চারটি জুয়ার বোর্ড।স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালীরা মিলে মোটা অঙ্কের টাকা ভাগবাটায়োরা করতে নানা অসংগতি ও অব্যবস্থাপনার মধ্যে দিয়ে বলি খেলার নামে বসানো হয়েছে বেশ কয়েকটি জুয়ার আসর। মেলায় এ জুয়ার আসর পরিচালনার জন্য ৬ লাখ টাকায় নিলাম নিয়েছেন স্থানীয় তাজুল ইসলাম।এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হয় নিলাম গ্রহিতা তাজুল ইসলামকে, তবে সে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রতিদিন হাজার টাকা থেকে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলায় মেতে উঠেছে জুয়াড়িরা। অনেকে জুয়া খেলে শূন্য হাতে ফিরে যাচ্ছে বাড়িতে। জুয়ার ও নেশার টাকা জোগাড় করতে এলাকার উঠতি বয়সের ছেলেরা চুরি, ডাকাতি পকেটমারাসহ নানারকম অপকর্মের প্রবণতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।মেলায় জুয়া খেলার বিষয়ে জানতে আয়োজক কমিটির সাবেক ইউপি সদস্য রুবেলকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করে কেটে দেওয়ায় তার বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, মেলায় জুয়ার আসর বসানোর খবর পেয়ে পুলিশ বন্ধ করে দিয়েছে। বলী খেলা ও বৈশাখি মেলার অনুমতি দেয়ার এখতিয়ার ওসির নেই।