• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১০:০৯ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১০:০৯ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে আজ ১২ এপ্রিল শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনের বৈসাবী উৎসব। আর এই চৈত্র সংক্রান্তিতে এ অঞ্চলের অধিবাসীরা মেতেছে উৎসবের আমেজে।ত্রিপুরাদের বৈসুক, মারমাদের সাংগ্রাই আর চাকমাদের বিজু নামে  তিন সম্প্রদায়ের উৎসবের অদ্যাক্ষর নিয়ে এ উৎসবের নাম বৈসাবি। এই উৎসবে সকলে অতিতের ঘ্লানি মুছে আগামীর দিনগুলোর কল্যাণ কামনা করবে। সমতল থেকে ভিন্ন আঙ্গিকে পাহাড়ে বর্ষবরণ উৎসব পালন করা হয়। মুলত, চৈত্রের শেষ দু’দিন আর বৈশাখের প্রথমদিন নিয়ে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি পালন করে আসছে সে অনাদিকাল থেকে নানা আনুষ্ঠানিকতায় আনন্দ-উল্লাস আর উৎসব মুখর পরিবেশে।আজ শুক্রবার ভোরে চাকমা ও ত্রিপুরা সম্প্রদায় খবংপুড়য়িা এলাকা চেঙ্গী নদীতে ফুল দিয়ে পুজার মধ্যে দিয়ে উৎসবের মুল আনুষ্ঠানিকতার সুচনা হয়। খুব ভোরে পুর্ব আকাশে সুর্য্যে রক্তিম আভা ছড়িয়ে পড়ার  আগেই চাকমা ও ত্রিপুরা সম্প্রদায় শিশু কিশোর, তরুণ- তরুণীরা  নদীতে ফুল দিয়ে বছরের দু:খ কষ্ট ক্লেস গ্লানিকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয়।খাগড়াছড়ি জেলা শহরের খবংপুড়য়িা এলাকার চেঙ্গী নদীতে ফুল দিয়ে তারা প্রার্থনা করে। বেলার বাড়ার সাথে সাথে চেঙ্গী নদীর তীরে মানুষের ঢল নামে। ছোট্ট ছোট্ট শিশুরা এ সময় নদীতে হল্লা করে একে অপরকে  বিজিয়ে দিয়ে আনন্দ উল্লাস করে।