• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৯:২১ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৯:২১ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

মাটির ব্যাংকের ৫৩ হাজার টাকা বন্যার্তদের দিলেন ২ বোন

মো. মোরশেদ আলম: বন্যা কবলিত মানুষের জন্য মাটির ব্যাংকে জমানো ৫৩ হাজার ৫ শত টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে দান করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমের দুই মেয়ে। বড় মেয়ে সামিয়া নওরিন মাহি আর ছোট মেয়ে সিদরাতুল মুনতাহা বর্ণ গত এক বছর ধরে স্কুলের টিফিনের টাকার কিছু অংশ মাটির ব্যাংকে জমিয়ে আসছিল।যখন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কয়েক লাখ মানুষ পানি বন্দি হয়ে আছে ঠিক তখনি সামিয়া নওরিন মাহি ও সিদরাতুল মুনতাহা বর্ণ দুই বোন তাদের জমানো টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে দান করেছেন।এ বিষয়ে যুগান্তর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমের বড় মেয়ে সামিয়া নওরিন মাহি বলে, বাংলাদেশে আজ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পরেছে। সেইসব অসহায় মানুষের সাহায্যের প্রয়োজন তাই গত এক বছরে দুই বোনের জমানো ৫৩ হাজার টাকা দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই।এছাড়া সমাজের বিত্তশালীদের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সামিয়া নওরিন মাহি।